গুয়াহাটি, ৬ জানুয়ারি (হি.স.) : ‘প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদ যোজনা’-র অধীনে উত্তর-পূর্বাঞ্চলে ৫০ কোটি টাকার মৎস্য উন্নয়ন প্ৰকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন কেন্দ্ৰীয় মৎস্য ও পশুপালন এবং দুগ্ধ দফতরের মন্ত্রী রাজীবরঞ্জন সিং। মৎস্য ও পশুপালন এবং দুগ্ধ মন্ত্ৰালয়ের অধীনস্থ মৎস্য দফতরের উদ্যোগে আজ সোমবার গুয়াহাটির অভিজাত হোটেল রেডিসন ব্লু-তে কেন্দ্ৰীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিঙের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় দুই প্ৰতিমন্ত্ৰী জৰ্জ কুরিয়েন এবং অধ্যাপক এসপি সিং বাঘেল, উত্তর-পূৰ্বাঞ্চলীয় রাজ্যগুলির বিভাগীয় মন্ত্রী ও শীর্ষ আধিকারিকগণের উপস্থিতিতে ‘প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদ যোজনা’ (পিএমএমএসওয়াই) রূপায়ণের অগ্ৰগতি নিয়ে এক উচ্চস্তরীয় পৰ্যালোচনা হয়েছে।
উত্তর-পূৰ্বাঞ্চলের মৎস্য ক্ষেত্রকে উন্নীত করতে কেন্দ্ৰীয় অংশ ৩৮.৬৩ কোটি টাকা সহ মোট ৫০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ৫০টি প্ৰকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন কেন্দ্ৰীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিং। এই য়োজনা উত্তর-পূর্বাঞ্চলের মৎস্য পরিকাঠামো, উৎপাদনশীলতা এবং কৰ্মসংস্থানে সুযোগ বাড়াতে প্ৰস্তুত করা হয়েছে।
অসমে এই প্ৰকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দরং জেলায় সুসংহত অ্যাকুয়া পাৰ্ক স্থাপন। এই পার্কে বছরে ১৫০ মেট্ৰিক টন মাছ উৎপাদন হবে। অ্যাকুয়া পাৰ্কে ১০ থেকে ১৫ কোটি টাকা রাজস্ব আহরণের পাশাপাশি প্ৰায় দু (২) হাজার মানুষের কৰ্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বুলে আশা করা হচ্ছে। কামরূপ জেলায় একটি বৃহৎ মাছের খাদ্য উদ্যোগ বছরে ২০ হাজার মেট্ৰিকটন খাদ্য উৎপাদন করবে। এছাড়া বিভিন্ন জেলার মাছের পোনা (চারা) উৎপাদন প্ৰকল্পে লক্ষ্য প্ৰতি বছর ৫ কোটি পোনা উৎপাদন করা। এতে স্থানীয় জলজ কৃষি সমৃদ্ধ হবে।
মণিপুরের থউবাল এবং ইমফল জেলায় বরফ-উদ্যোগ এবং কোল্ড স্টোরেজ ইউনিট স্থাপন করে মাছের উৎপাদিত সামগ্ৰী সংরক্ষণ করে মাছ ধরার পর লোকসান কমানো হবে। এছাড়া স্থানীয়ভাবে গুরুত্বপূৰ্ণ মাছের প্ৰজাতির ওপর গুরুত্বারোপ করে পোনা উৎপাদনের মাধ্যমে রাজ্যের জৈব বৈচিত্ৰ্য সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে।
মেঘালয়ের প্ৰকল্পগুলি পূর্ব খাসিপাহাড় জেলায় বিনোদনমূলক মৎস্য পালনকে প্ৰসারিত করার ওপর গুরত্ব আরোপ করবে। জনপ্ৰিয় পৰ্যটন এলাকায় কৌশলগতভাবে অবস্থিত এই পদক্ষেপে দৰ্শনাৰ্থীদের আকৰ্ষণ করবে, স্থানীয়দের নিয়োগ সৃষ্টি করবে এবং অঞ্চলটির পৰ্যটনক্ষেত্রকে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।
নাগাল্যান্ডের তিনটি প্ৰকল্পের মধ্যে মোককচং এবং কিফিরে জেলায় পরিস্রুত জলে ফিনফিশ পোনা উৎপাদন প্লাণ্ট নিৰ্মাণ হবে। ওই পোনা উৎপাদন কেন্দ্ৰগুলি সামূহিকভাবে বছরে ২ কোটি ১০ লক্ষ পোনা উৎপাদন করবে। এতে অঞ্চলটির জলজ কৃষিকে সহায় করবে এবং জনজাতিভুক্ত মানুষের জন্য অৰ্থনৈতিক সুযোগ প্ৰদান করবে।
ত্ৰিপুরায় এই প্ৰকল্পগুলির মধ্যে আলঙ্কারিক মাছ পালন ইউনিট এবং ফিনফিশ মাছের পোনা উৎপাদন প্লান্ট স্থাপন করা হবে। এই পদক্ষেপগুলির লক্ষ্য, আলঙ্কারিক মাছ পালনকে জনপ্ৰিয় করা, স্থানীয় মৎস্যসম্পদের ব্যবহার এবং স্থানীয় নিয়োগের সুযোগ সৃষ্টি করা।
সিকিমে ২৪টি প্ৰকল্প রূপায়ণ করা হবে। এতে বহনক্ষম মৎস্য পালনকে প্ৰসারিত করতে পুনঃপরিসঞ্চালন জলজ কৃষি ব্যবস্থা স্থাপন, গ্যাংটক সহ অন্যান্য শহরে মাছের কিয়স্ক নিৰ্মাণ এবং আলঙ্কারিক মাছ পালন ইউনিটের উন্নয়ন ইত্যাদি। এই প্ৰকল্পগুলি স্থানীয় জনগোষ্ঠীর আয়-উৎপাদন এবং জীবিকার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস