বহুভাষিক ই-শ্রম পোর্টালের সূচনা
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া মঙ্গলবার নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বহুভাষিক ই-শ্রম পোর্টালের সূচনা করেন। এই পোর্টাল এখন থেকে ২২টি স্বীকৃত ভাষায় পাওয়া যাবে। আগে শুধুমাত্র ই
ই-শ্রম পোর্টাল


নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া মঙ্গলবার নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বহুভাষিক ই-শ্রম পোর্টালের সূচনা করেন। এই পোর্টাল এখন থেকে ২২টি স্বীকৃত ভাষায় পাওয়া যাবে। আগে শুধুমাত্র ইংরেজি, হিন্দি, কন্নড় এবং মারাঠি ভাষায় এই পোর্টাল পাওয়া যেত।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়েছে। তাঁর ভাষণে ডঃ মান্ডভিয়া ই-শ্রম প্ল্যাটফর্মের প্রতি ক্রমবর্ধমান আস্থা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, প্রতিদিন গড়ে ৩০ হাজারেরও বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এই পোর্টালে নাম নথিভুক্ত করছেন। তাঁদের কল্যাণ ও জীবন-জীবিকার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের সুবিধা ই-শ্রম পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। এর জন্য পোর্টালে নাম নথিভুক্ত করতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে আবেদন জানান তিনি। এখনও পর্যন্ত ই-শ্রম পোর্টালের মাধ্যমে ১২ ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে।

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণ ও সামাজিক সুরক্ষার সঙ্গে যুক্ত সমস্ত প্রকল্পকে ই-শ্রম পোর্টালের মাধ্যমে সুসংহত রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande