শিলং, ৭ জানুয়ারি (হি.স.) : আগামী ৯ জানুয়ারি মেঘালয়ের রি-ভোই জেলার অন্তর্গত উমিয়ামে অবস্থিত ‘ইন্ডিয়ান কাউন্সিল অব অ্যাগ্রিকালচারাল রিসার্চ’ (আইসিএআর)-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গে আসবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে থাকবেন মেঘালয়ের রাজ্যপাল সিএইচ বিজয়শংকর এবং মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।
আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব ডোনাল্ড পি ওয়াহলাং এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি মুর্মু ওইদিন ফার্মার্স এক্সপোর উদ্বোধন করবেন৷ এক্সপো চলাকালীন কৃষক এবং স্বসহায়ক গোষ্ঠীর (এসএইচজি) সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মুখ্যসচিব জানান, আইসিএআর-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করতে উমরোই বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি। উমরোই-এর অনুষ্ঠান শেষে তিনি শিলং আসবেন না। চলে যাবেন গুয়াহাটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস