আপডেট-২...উমরাংসো কয়লা খাদানে আবদ্ধদের উদ্ধারে সহায়তা করবে কোল ইন্ডিয়া, জানান মুখ্যমন্ত্রী
উমরাংসো কয়লা খাদানে আবদ্ধ শ্ৰমিকদের উদ্ধারে যাবতীয় সহায়তা করবে কোল ইন্ডিয়া, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা
অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযানের প্রস্তুতি


ঘটনাস্থলে পৌঁছেছে নৌ-সেনার ১২ জনের বিশেষজ্ঞ ডুবুরি দল

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : উমরাংসো কয়লা খাদানে আবদ্ধ শ্ৰমিকদের উদ্ধারে যাবতীয় সহায়তা করবে কোল ইন্ডিয়া, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা জানান, কেন্দ্রীয় কয়লা মন্ত্রী কিষাণ রেড্ডি অসমের উমরাংসো কয়লা খাদানে আবদ্ধ ১৫ শ্রমিককে উদ্ধার অভিযানে পূর্ণ সহায়তা প্রদান করতে কোল ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে কোল ইন্ডিয়া অসমের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

এদিকে বিশাখাপত্তনম থেকে নৌ-সেনার ১২ জনের বিশেষজ্ঞ ডুবুরি দল আজ (মঙ্গলবার) কাছাড়ের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সন্ধ্যায় গিয়ে পৌঁছছে উমরাংসোর ঘটনাস্থলে। রাতে তাঁরা উদ্ধার অভিযানে নামেননি। আগামীকাল বুধবার ভোরে ভারতীয় নৌ-সেনার ১২ জন ডুবুরি অভিযানে নামবেন বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে অভিযানের প্রস্তুতি তাঁরা শুরু করে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande