হাফলং (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের অন্তৰ্গত উদ্যোগনগরী উমরাংসোতে প্রায় ৩০০ ফুট গভীর কয়লা খাদানে আবদ্ধ নয় শ্রমিকের নাম উদ্ধার করেছে প্রশাসন। এখন পর্যন্ত যাঁদের পরিচয় পাওয়া গেছে তাঁরা যথাক্রমে গঙ্গা বাহাদুর ছেত্রী (৩৮), হুসেন আলি (৩০), জাকির হুসেন (৩৮), সর্পা বর্মন (৪৬), মুস্তাফা শেখ (৪৪), খুশিমোহন রাই (৫৭), সঞ্জিত সরকার (৩৭), লিজন মগর (২৬) এবং শরৎ গয়ারি (৩৭)।
মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশে ইতিমধ্যে ঘটনাস্থলে জেলা কমিশনার সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝা এবং মন্ত্রী কৌশিক রাই গিয়ে পৌঁছেছেন। তাঁরা আবদ্ধদের উদ্ধার অভিযানের তদ্বির করছেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব