অশোক সেনগুপ্ত
কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): ভারত থেকে নানা সুবিধা নেবে বাংলাদেশ। “অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে”। কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
শনিবার সন্ধ্যায় তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়।
এই হলো খবর। ভারত থেকে চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন না এলে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ভারতের চিকিৎসা না পেলে হাজারো লোক মরে যাবে। অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে। বিচার কী করে করতে হয় তা শিখে আসুক ভারত থেকে। জিহাদি জঙ্গিদের কী করে বিচার করতে হয়, তা শিখে আসুক। শিক্ষাটা দেশে ফিরে কাজে লাগাক।”
এই পোস্ট প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সেগুলোয় মূলত সমর্থন করা হয়েছে তসলিমার মন্তব্যকেই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত