নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার নয়াদিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ঐতিহাসিক বই 'জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ: থ্রু দ্য এজেস' প্রকাশ করবেন। উল্লেখ্য, এই বইটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র করে। হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় এই বই ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের যৌথ প্রচেষ্টার ফল।
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ, শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা। সাত খণ্ডের জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ: থ্রু দ্য এজেস' বইতে এইসব অঞ্চলের তিন হাজার বছরের ইতিহাস রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ