বক্সনগর (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : সোমবার যাত্রাপুর থানার পুলিশ একটি সফল গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে। পুলিশের নেতৃত্বে এক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি গাঁজা বাগান কেটে ধ্বংস করা হয়। ঘটনাটি ঘটে যাত্রাপুর থানার অধীন থলিবাড়ি ও কালিখলা সংলগ্ন নাচুনিয়া পাড়ার দক্ষিণ টিলাভূমিতে।
পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা জানান, এই অভিযানে ছিলেন তাঁর নেতৃত্বে টিএসআর জওয়ান এবং অন্যান্য পুলিশ কর্মী সহ ২৫ জন। তাঁরা সোমবার সকালে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে অভিযান চালিয়ে এই গাঁজা গাছগুলি কেটে ধ্বংস করে। সে সময় এলাকার মানুষ ঘুমিয়ে থাকায় তাদের কাছে পুলিশ পৌঁছানোর খবর পৌঁছানি। ফলে অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। অভিযানের সময়, পুলিশের দল নাচুনিয়া পাড়া থেকে এক কিলোমিটার দূরত্বে গাড়ি রেখে অভিযান পরিচালনা করে যাতে স্থানীয়রা সন্দেহ না করে।
অরূপ দেববর্মা জানান, এটি ছিল পরিকল্পিত অভিযান। আমাদের কাছে ড্রোন ক্যামেরার মাধ্যমে আগে থেকেই গাঁজা চাষের স্থান সম্পর্কিত তথ্য এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই অভিযান শুরু করেছি এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গাঁজা বাগান ধ্বংসের অভিযান চালানো হবে।
পুলিশের এই অভিযানটি আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে এই ধরনের অভিযান আরো চালানো হবে এবং গাঁজা চাষীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das