কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.) : সোমবার মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ শেষ হওয়ার পর জসপ্রিত বুমরাহ ২০২৪, ৭১টি সর্বাধিক টেস্ট উইকেট নিয়েছেন। এই বছরের পরবর্তী সেরা বোলার হলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, যিনি ১১ ম্যাচে ৫২ টি স্ক্যাল্প করেছিলেন।
বুমরাহের ৭১ উইকেট এখন এক ক্যালেন্ডার বছরে একজন ভারতীয় বোলারের দ্বারা পঞ্চম সর্বাধিক, কপিল দেব ১৯৮৩ সালে ১৮ ম্যাচে ৭৫টি উইকেট নিয়েছিলেন। সামগ্রিকভাবে, শেন ওয়ার্ন এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডের অধিকারী - ২০০৫ সালে ১৫ ম্যাচে ৯৬ উইকেট নিয়েছিলেন ।চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে, বুমরাহ ১২.৮৩ গড়ে ৩০ উইকেট নিয়েছেন। সিরিজ চলাকালীন, বুমরাহ ২০০ টেস্ট উইকেটও পূর্ণ করেছেন , এই কীর্তি অর্জনকারী দ্রুততম ভারতীয় পেসার হয়ে উঠেছেন।
এক ক্যালেন্ডার বছরে ভারতীয় বোলারের সবচেয়ে বেশি উইকেট-
কপিল দেব - ১৯৮৩ সালে ১৮ ম্যাচে ৭৫ উইকেট
কপিল দেব - ১৯৭৯ সালে ১৭ ম্যাচে ৭৫ উইকেট
অনিল কুম্বলে - ২০০৮ সালে ১২ ম্যাচে ৭৪ উইকেট
আর অশ্বিন - ২০১৬ সালে ১২ ম্যাচে ৭২ উইকেট
জসপ্রিত বুমরাহ - ২০২৪ সালে ১৩ ম্যাচে ৭১ উইকেট।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি