সিডনির আবহাওয়া : বৃষ্টির শঙ্কা, নতুন বছরের টেস্ট ম্যাচে প্রভাব পড়ার আশঙ্কা
কলকাতা, ২ জানুয়ারি (হি.স.) : চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে, এসসিজিতে পঞ্চম টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং ভারতের লক্ষ্য থাকবে সিরিজে সমতা আনার। টেস্টটি শুরু হবে শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি। চূড়ান্ত টেস
সিডনি ওয়েদার রিপোর্ট: বৃষ্টি নতুন বছরের টেস্টকে প্রভাবিত করবে


কলকাতা, ২ জানুয়ারি (হি.স.) : চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে, এসসিজিতে পঞ্চম টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং ভারতের লক্ষ্য থাকবে সিরিজে সমতা আনার। টেস্টটি শুরু হবে শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি।

চূড়ান্ত টেস্টে ভারত মরিয়া জয়ের জন্য। টেস্ট ম্যাচের প্রথম ৩ দিন বৃষ্টিমুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, তবে তা গরমের পরিপ্রেক্ষিতে থাকবে। আকু ওয়েদার–এর মতে, টেস্ট ম্যাচের ৩ এবং ৪ দিনটি সবচেয়ে উষ্ণ হতে চলেছে, তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে৷

তবে শেষ দিন বৃষ্টির কারণে ম্যাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে তাপ থেকে কিছুটা কমবে। যদিও এটি সিডনির জনগণের জন্য সুসংবাদ হবে কিন্তু এটি ডব্লিউটিসি ফাইনালে পৌঁছানোর ভারতের আশায় জল ঢেলে দিতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande