এসি মিলান জুভেন্টাসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে
রিয়াধ, ৪ জানুয়ারি (হি.স.): সৌদি আরবে শুক্রবার রাতে সুপার কাপের সেমিফাইনালে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে উঠলো এসি মিলান।ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের মুখোমুখি হবে এসি মিলান। তুর্কি স্ট্রাইকার কেনান ইলদিজ স্যামু
এসি মিলান জুভেন্টাসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে


রিয়াধ, ৪ জানুয়ারি (হি.স.): সৌদি আরবে শুক্রবার রাতে সুপার কাপের সেমিফাইনালে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে উঠলো এসি মিলান।ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের মুখোমুখি হবে এসি মিলান।

তুর্কি স্ট্রাইকার কেনান ইলদিজ স্যামুয়েল এমবাঙ্গুলার দুর্দান্ত পাসে গোল করে জুভেন্টাস প্রথমার্ধে এগিয়ে দেয়।

তবে দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে এসি মিলান ক্রিশ্চিয়ান পুলিসিকের পেনাল্টি স্পট থেকে করা গোলে সমতা আনেন এবং ৫ মিনিট পরে জুভেন্টাসের ডিফেন্ডার ফেদেরিকো গাট্টি তার নিজের জালে বল পাঠিয়ে এসি মিলনকে ফাইনালে তুলে দেন।

এসি মিলান ইন্টারের মুখোমুখি হবে, যারা বৃহস্পতিবার রিয়াধে অন্য সেমিফাইনালে আটলান্টাকে হারিয়েছে। গত তিন সুপার কাপ জিতেছে ইন্টার। ফাইনাল সোমবার অনুষ্ঠিত হবে রিয়াধে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande