প্যারিস, ৬ জানুয়ারি (হি.স.) : প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতল। রবিবার রাতে গত মরসুমের রানার্সআপ মোনাকোকে অতিরিক্ত সময়ের গোলে তারা হারিয়েছে।
ম্যাচটি কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ১৯৭৪-এ অনুষ্ঠিত হয়েছিল। দুই দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি।
অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে পিএসজি জয়ের স্বাদ পায়। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে সহজেই গোল করেন উসমান দেম্বেলে। পিএসজির এই নিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জিতল ১৩ বার। আর শেষ ১২ বছরে তাদের এটি ১১তম শিরোপা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি