আইএসএল ২০২৪-২৫: মহামেডান স্পোর্টিং সন্তোষ ট্রফি তারকা রবি হাঁসদাকে লোনে সই করাল
কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): মহামেডান স্পোর্টিং সন্তোষ ট্রফির তারকা রবি হাঁসদাকে সিজনে শেষ পর্যন্ত লোনে স্বাক্ষর করাল। হাঁসদা, যিনি কলকাতা ফুটবল লিগে (সিএফএল) কলকাতা কাস্টমসের হয়ে খেলেন। তিনি বাংলাকে সাত বছর পর প্রথম পুরুষদের সিনিয়র ন্যাশনাল খেতাব
আইএসএল ২০২৪-২৫: মহামেডান স্পোর্টিং সন্তোষ ট্রফি তারকা রবি হাঁসদাকে লোনে সই করাল


কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): মহামেডান স্পোর্টিং সন্তোষ ট্রফির তারকা রবি হাঁসদাকে সিজনে শেষ পর্যন্ত লোনে স্বাক্ষর করাল।

হাঁসদা, যিনি কলকাতা ফুটবল লিগে (সিএফএল) কলকাতা কাস্টমসের হয়ে খেলেন। তিনি বাংলাকে সাত বছর পর প্রথম পুরুষদের সিনিয়র ন্যাশনাল খেতাব (সন্তোষ ট্রফি) জিতিয়েছেন। ফাইনালে কেরলের বিরুদ্ধে একটি গোল সহ আটটি খেলায় ১২টি গোল করেছেন।

মহামেডান দলের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেছেন, রবি হাঁসদা খুব ভালো খেলোয়াড়। সেরা ছন্দে রয়েছে। আশা করি আমাদের দলের হয়েও ভালো খেলবে। কলকাতা লিগ, সন্তোষ ট্রফিতে দারুণ খেলেছে ও। রবি এখন গোলের মধ্যে আছে। আশা করব খুব তাড়াতাড়ি সে মাঠে নেমে পড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande