কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধিত করেছে ভবানীপুর ক্লাব। আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে তাদের। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে বুধবার সংবর্ধনা দেওয়া হয়েছে ভবানীপুর ক্লাব তাঁবুতে। সন্তোষ ট্রফি জয়ী বাংলার কোচ সঞ্জয় সেন-সহ উপস্থিত ছিলেন দলের খেলোয়াড়রা। সংবর্ধনা অনুষ্ঠানে ভবানীপুর ক্লাব কর্তৃপক্ষের তরফে চ্যাম্পিয়ন বাংলা দলকে তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও কোচ-ফুটবলারদের প্রত্যেককে উপহার স্বরূপ ঘড়ি দেওয়া হয়েছে। সংবর্ধনা মঞ্চে সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন জানান, শুধুমাত্র নিজের কাজটা সৎভাবে করেছি। আড়াই মাস ধরে সাধনার ফল এই সন্তোষ ট্রফি জয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত