জেদ্দা, ৯ জানুয়ারি (হি.স.) : সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। দুই অর্ধে একটি করে গোল করেছে তারা। টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা।
ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পেদ্রির পাস থেকে প্রথম জালে বল পাঠান গাভি। বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ৫২ মিনিটে। গাভির পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়ামাল। দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রবিবার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি