মেলবোর্ন, ৯ জানুয়ারি(হি.স.): অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ একক বিভাগে একমাত্র ভারতীয় সুমিত নাগাল বৃহস্পতিবার একটি কঠিন ড্র- এ মুখোমুখি হচ্ছেন।
বিশ্বের ৯৬ নম্বর নাগাল মেলবোর্নে উদ্বোধনী রাউন্ডে ২৬ তম বাছাই চেক খেলোয়াড় টমাস মাচাকের বিপক্ষে খেলবেন। এর আগে এই দুই খেলোয়াড় কখনও একে অপরের মুখোমুখি হননি। মাচাকের বিরুদ্ধে জয় মানে দ্বিতীয় রাউন্ডে বড়-সার্ভিং আমেরিকান রেইলি ওপেলকার বিপক্ষে ম্যাচ। ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের বিভাগে রয়েছেন এই ভারতীয়।
২৪ বছর বয়সী মাচাক প্যারিস অলিম্পিকে ক্যাটেরিনা সিনিয়াকোভার সাথে মিশ্র ডাবলসে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি জেনেভায় তার প্রথম ট্যুর-লেভেল ফাইনালে পৌঁছেছিলেন এবং গত বছর সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে চারবারের মেজর বিজয়ী কার্লোস আলকারাজকে স্তব্ধ করে দিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি