ভদোদরা, ৯ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফির প্রি - কোয়ার্টার ফাইনালের খেলায় বাংলার পরাজয় এবং সেইসঙ্গে প্রতিযোগিতা থেকে বিদায়। বৃহস্পতিবারের খেলায় হরিয়ানার কাছে ৭২ রানে পরাজয়। এই ট্রফিতে এদিন বাংলা ও হরিয়ানা মুখোমুখি হয়। প্রথম ব্যাটিং হরিয়ানার। বাংলার সামনে জয়ের জন্য ২৯৯ রানের টার্গেট রাখে হরিয়ানা। মোতিবাগ ক্রিকেট গ্রাউন্ডে প্রি - কোয়ার্টার ফাইনালের এই খেলায় দলগত ভাবে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২৯৮ রান। নির্ধারিত ৫০ ওভারে বাংলার বিরুদ্ধে এই বড় রানের ইনিংস গড়ে তোলে হরিয়ানা। এর জবাবে বাংলা ২২৬ রানে আউট হয়ে যায় দলের সকল খেলোয়াড়। মহম্মদ শামি তিনটি উইকেট তুলে নেয় ঝুলিতে। যদিও শেষ রক্ষা হয়নি বাংলা দলের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত