বুদাপেস্ট, ৯ জানুয়ারি (হি.স. ): তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হাঙ্গেরির ক্যাটিনকা হোসজু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারুদের একজন, বৃহস্পতিবার অবসরের ঘোষণা করেছেন।
সাঁতারের আয়রন লেডি হিসাবে পরিচিত। ৩৫ বছর বয়সী হোসজু পাঁচটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। ২০০৪ এথেন্স গেমসে যখন তিনি অলিম্পিকে আত্মপ্রকাশ করেন তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর।
হোসজু ২০১৬ সালে রিও ডি জেনিরোতে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনটি স্বর্ণপদক জিতেছিলেন। তিনি ২০০ মিটার ব্যাকস্ট্রোকে একটি রৌপ্য পদক জিতেছিলেন।
এছাড়াও তিনি ২০০৯ সালের লং কোর্স পুলে নয়টি স্বতন্ত্র বিশ্ব শিরোপা জিতেছেন এবং এখনও লং কোর্স ২০০ মিটার ব্যক্তিগত মেডেলে বিশ্ব রেকর্ড ধারণ করেছেন। তিনি বিশ্ব শর্ট কোর্স চ্যাম্পিয়নশিপে ১৭টি স্বর্ণ জিতেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি