ইন্দোনেশিয়ার নতুন কোচ ডাচ কিংবদন্তি ক্লাইভার্ট
জাকার্তা, ৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ কোরিয়ান কোচ শিন তাই অংকে ছাঁটাই করার পর থেকেই শোনা যাচ্ছিল ইন্দোনেশিয়া ফুটবল দলের নতুন কোচের নাম। গুঞ্জনই সত্যি হল। নেদারল্যান্ডস এবং আয়াক্স ও বার্সেলোনা কিংবদন্তি প্যাটট্রিক ক্লাইভার্টকে জাতীয় দলের কোচ হিসেবে ন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ডাচ কিংবদন্তি ক্লাইভার্ট


জাকার্তা, ৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ কোরিয়ান কোচ শিন তাই অংকে ছাঁটাই করার পর থেকেই শোনা যাচ্ছিল ইন্দোনেশিয়া ফুটবল দলের নতুন কোচের নাম। গুঞ্জনই সত্যি হল। নেদারল্যান্ডস এবং আয়াক্স ও বার্সেলোনা কিংবদন্তি প্যাটট্রিক ক্লাইভার্টকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করল ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। বুধবার পিএসএসআই এক বিবৃতিতে একথা জানায়l ডাচ ফুটবলের এই কিংবদন্তির সঙ্গে ইন্দোনেশিয়ার চুক্তি হয়েছে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত।

নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত ৭৯ ম্যাচ খেলে করেছেন ৪০ গোল, জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। খেলোয়াড় জীবন শেষে ডাচ ক্লাব আলকমারের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের তখনকার কোচ লুই ফন হালের সহকারী ছিলেন। পরে ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচও হন। এর বাইরে পিএসজির ক্রীড়া পরিচালক এবং বার্সেলোনা একাডেমির কোচের দায়িত্বও পালন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande