কোস্টারিকার কোচ হিসেবে নিয়োগ মেক্সিকো মিগুয়েল হেরেরা
কোস্টারিকা, ৯ জানুয়ারি (হি.স.) : মেক্সিকোর প্রাক্তন কোচ মিগুয়েল হেরেরাকে ২০২৬ বিশ্বকাপের আগে কোস্টারিকার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে , দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে। ৫৬ বছর বয়সী হেরেরা, একজন প্রাক্তন ডিফেন্ডার যিনি মেক্সিকোক
কোস্টারিকার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকো মিগুয়েল হেরেরা


কোস্টারিকা, ৯ জানুয়ারি (হি.স.) : মেক্সিকোর প্রাক্তন কোচ মিগুয়েল হেরেরাকে ২০২৬ বিশ্বকাপের আগে কোস্টারিকার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে , দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে। ৫৬ বছর বয়সী হেরেরা, একজন প্রাক্তন ডিফেন্ডার যিনি মেক্সিকোকে ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-য় নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১৫ সালে কনকাকাফ গোল্ড কাপ শিরোপা জিতেছিলেন।

ক্লাউদিও ভিভাস, যিনি কোস্টারিকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপকের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে দেশটির বিদায়ের পরে নভেম্বরে বরখাস্ত করা হয়েছিল। উত্তর আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বি গ্রুপের শীর্ষে রয়েছে কোস্টারিকা। তারা জুনে বাহামাস এবং ত্রিনিদাদ ও টোবাগোর মুখোমুখি হবে যখন তারা টানা চতুর্থ বিশ্বকাপের ফাইনালে খেলার জন্য বিড করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande