অনূর্ধ্ব - ২৩, মহিলাদের একদিনের ক্রিকেটে সিকিমের কাছে হার অরুণাচল প্রদেশের 
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : অনূর্ধ্ব - ২৩ মহিলাদের ক্রিকেটে সিকিম ৬৩ রানে জয়ী। অরুণাচল প্রদেশের ইনিংস মাত্র ২৬ রানে শেষ হয় বুধবার। সিকিম এর বোলিং আক্রমণের মুখে পড়ে অরুণাচল প্রদেশের ব্যাটিংয়ে পতন ঘটে। এদিন খেলা শুরু হতেই বেশ চাপে পড়ে যায় অরুণ
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে জয়ী সিকিম দল


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : অনূর্ধ্ব - ২৩ মহিলাদের ক্রিকেটে সিকিম ৬৩ রানে জয়ী। অরুণাচল প্রদেশের ইনিংস মাত্র ২৬ রানে শেষ হয় বুধবার। সিকিম এর বোলিং আক্রমণের মুখে পড়ে অরুণাচল প্রদেশের ব্যাটিংয়ে পতন ঘটে। এদিন খেলা শুরু হতেই বেশ চাপে পড়ে যায় অরুণাচল। ইনিংসের প্রথম থেকে শেষ পর্যন্ত ২০ ওভার পুরো খেলে অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছেন সিকিমের নন্দিকা কুমারী। এককভাবে অপরাজিত ৫৩ রান করেন তিনি। তাঁদের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। এর জবাবে খেলতে নেমে শুধুমাত্র ২৬ রানেই বিপক্ষ দল কুপোকাত। লেজামিত লেপচা প্রথম ওভারে অরুণাচল প্রদেশের প্রথম উইকেট তুলে নিতেই উইকেটে ভাঙন ধরে। ৩.৫ ওভারে সে তিন রান দিয়ে ৪টি উইকেট তুলে নেয় ঝুলিতে। এছাড়াও সিকিমের দিয়া - ২, প্রিয়াঙ্কা - ২ ও দিকচা গুরুং - ১টি করে উইকেট তুলেছে অরুণাচলের। ১৮. ৫ ওভারে তাদের ইনিংস শেষ হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande