হ্যামিলটন, ৮ জানুয়ারি (হি.স.): হ্যামিলটনে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে'তে নিউজিল্যান্ড বুধবার শ্রীলঙ্কাকে ১১৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিল।
শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা হ্যাটট্রিক করে ছিলেন, তা সত্ত্বেও হোম সাইড ৩৭ ওভারে ২৫৫/৯ রান করেছিল। কিন্তু সফরকারীরা জবাবে ৩০.২ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৪২ রানে।
ওয়েলিংটনে প্রথম একদিনের ম্যাচ জয়ের পরে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড , শনিবার অকল্যান্ডে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচটি।
তবে সেডন পার্কে শুরুর দিকে বৃষ্টির কারণে ম্যাচ ৩৭ ওভারে কমিয়ে আনা হয়।ফলে ২৫৬ রানের লক্ষ্যে পৌঁছানোর খুব কম সুযোগ ছিল। লঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন মেন্ডিস l তিনি ৬৬ বলে ৬৪ রান করেন l নিউজিল্যান্ডের ও'রউর ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন।।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি