চণ্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.) : এশিয়ান গেমসে শট পুট স্বর্ণপদক জয়ী এবং দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন বাহাদুর সিং সাগু মঙ্গলবার চণ্ডীগড়ে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার (এফএফআই) বার্ষিক সাধারণ সভায় ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের নতুন সভাপতি হলেন। আর সান্দীপ মেহেতা নির্বাচিত হয়েছেন সংস্থার সচিব হিসেবে। আগে তিনি ফেডারেশনের যুগ্ম সচিব ছিলেন। সাগুর আগে এই পদে গত ১০ বছর ছিলেন আদিল সুমারিওয়াল্লা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি