এএফসি এশিয়ান কাপ ২০২৭: শুরু হবে ৭ জানুয়ারি 
রিয়াদ, ৭ জানুয়ারি (হি.স.): আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭, ৭ জানুয়ারি শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে। মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজন করার জন্য পাঁচটি স্টেডিয়াম নিশ্চিত করা হয়েছে। কিং ফাহদ স্প
এএফসি এশিয়ান কাপ ২০২৭: ৭ জানুয়ারী শুরু হবে, ভেন্যু নিশ্চিত করা হয়েছে


রিয়াদ, ৭ জানুয়ারি (হি.স.): আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭, ৭ জানুয়ারি শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে।

মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজন করার জন্য পাঁচটি স্টেডিয়াম নিশ্চিত করা হয়েছে। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়াম, কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, ইমাম মোহাম্মদ ইবনে সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, কিংডম এরিনা এবং আল শাবাব স্টেডিয়াম।

ভারত তার বিড প্রত্যাহার করার পর সৌদি আরবকে ২০২৭ সালের এশিয়ান কাপের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়েছে। আগের আসরের আয়োজক ছিল কাতার।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব ইয়াসের আল বলেছেন, তারিখ নিশ্চিত করা এবং এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭-এর জন্য স্টেডিয়াম নির্বাচন করা আমাদের টুর্নামেন্টের আয়োজক যাত্রায় একটি কৌশলগত মাইলফলক।

আঠারোটি দেশ ইতিমধ্যেই তাদের জায়গা বুক করেছে, তৃতীয় রাউন্ডের কোয়ালিফায়ার এই বছরের মার্চে শুরু হবে। সিঙ্গাপুর, হংকং ও বাংলাদেশের সঙ্গে গ্রুপ সি-তে ভারত আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande