আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহিলা ওডিআই স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে স্মৃতি মান্ধানা
রাজকোট, ৬ জানুয়ারি (হি.স.) : রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের সিরিজের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সোমবার স্মৃতি মান্ধানাকে মনোনীত করা হয়েছে। হরমনপ্রীত কউর
আয়ারল্যান্ড মহিলা ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা. নেতৃত্বে স্মৃতি মান্ধানা


রাজকোট, ৬ জানুয়ারি (হি.স.) : রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের সিরিজের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সোমবার স্মৃতি মান্ধানাকে মনোনীত করা হয়েছে। হরমনপ্রীত কউরকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং একই সঙ্গে রেনুকা সিংহ ঠাকুরকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত স্কোয়াড:

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমাহ রড্রিগস, উমা চেত্রি (উইকেট রক্ষক), রিচা ঘোষ (উইকেট রক্ষক), তেজাল হাসাবনিস, রাঘবী বিস্ত, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সায়মা ঠাকুর, সায়ালি সাতঘরে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande