কেপটাউন, ৪ জানুয়ারি (হি.স.): শনিবার কেপটাউনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৯ বছরের মধ্যে প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্ট ডাবল সেঞ্চুরি অর্জন করেছেন রায়ান রিকেল্টন। বাঁ-হাতি ব্যাটসম্যান রিকেল্টন ২৬৬ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন। ২০১৬ সালে হাশিম আমলার পর এটি প্রথম ডাবল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানের।
উল্লেখ্য, রিকেল্টন ২০২২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন এবং ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর প্রথম সেঞ্চুরি করেন। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে আইপিএলে এক কোটি টাকায় দলে নিয়েছে, যা নভেম্বরে আইপিএল নিলামে চূড়ান্ত করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি