সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : সিডনি টেস্টের তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। দ্বিতীয় দিনেই দাপট দেখিয়েছেন দুই দলের পেসাররা। এদিনের ১৫ উইকেটের মধ্যে ১৪টিই পেসারদের দখলে।
ভারত দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ১৪১ রান করেছে। ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। ভারতের পক্ষে ঋষভ পন্থ ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ২৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন তিনি। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮) ও ওয়াশিংটন সুন্দর (৬)।
এর আগে, ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮১ রানেই থেমে যায়। ভারতের পেসারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা ৩টি করে উইকেট নেন। বুমরাহ ও নীতিশ রেড্ডি ২টি করে উইকেট শিকার করেন। বোলারদের দাপট ও পিচের চরিত্র দেখে মনে হচ্ছে, বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই এই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যেতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি