বুমরাহর চোট নিয়ে সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণর প্রতিক্রিয়া
কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : ম্যাচের শুরুতেই ইনজুরির শিকার হলেন জসপ্রীত বুমরাহ। শনিবার চা-বিরতির কিছু আগে পিঠের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ক্যানের জন্য সিডনির একটি হাসপাতালে পাঠানো হয় বুমরাহকে। যদিও চা-বিরতির পর সাজঘরে ফিরলেও তিনি আর বল ব
বুমরাহ চোট নিয়ে যা জানালেন সতীর্থ বোলার


কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : ম্যাচের শুরুতেই ইনজুরির শিকার হলেন জসপ্রীত বুমরাহ। শনিবার চা-বিরতির কিছু আগে পিঠের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ক্যানের জন্য সিডনির একটি হাসপাতালে পাঠানো হয় বুমরাহকে। যদিও চা-বিরতির পর সাজঘরে ফিরলেও তিনি আর বল বা ফিল্ডিংয়ে অংশ নেননি।

দিনের খেলা শেষে বুমরাহের চোট নিয়ে তার সতীর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, “বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছেন। চোট কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। চিকিৎসকেরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।”

তবে বুমরাহ রবিবার বল করতে পারবেন কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত উত্তর দিতে পারেননি প্রসিদ্ধ। জানা গেছে , স্ক্যানের রিপোর্ট এখনও হাতে আসেনি। চিকিৎসকরা প্রাথমিকভাবে বুমরাহকে পরীক্ষা করে চোট গুরুতর নয় বলেই মনে করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande