সিডনি, ২ জানুয়ারি (হি.স.): শুক্রবার থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম এবং শেষ টেস্টে ভারত অস্ট্রেলিয়ার সাথে লড়াই করবে।
তবে, সিডনিতে ভারতের রেকর্ড একেবারেই ভালো
নয়। ভারত সিডনিতে ১৩ বার খেলেছে এবং মাত্র একবার জিততে পেরেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচগুলি ড্রয়ের প্রাধান্যই বেশি। ১৩ বারের মধ্যে ৭টি খেলা অচলাবস্থায় শেষ হয়েছে, বাকি পাঁচটি ম্যাচ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
সিডনিতে ভারতের প্রথম এবং একমাত্র টেস্ট জয়টি ১৯৭৮ সালে আসে। এই ম্যাচে ইরাপল্লী প্রসন্ন আট উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচ ভারত ইনিংস এবং ২ রানে জয়লাভ করে।
সচিন তেন্ডুলকর এসসিজিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, ১৫৭ এর অসাধারণ গড়ে ৭৮৫ রান করেছেন। অনিল কুম্বলে ৩২.৯৫ গড়ে ২০টি নিয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ভারতের সর্বোচ্চ স্কোর হল ৭০৫/৭ ডিক্লেয়ার , যা ২০০৪ সালে এসেছিল। সেই ম্যাচে তেন্ডুলকর ২৪১ এবং লক্ষ্মণ ১৭৮ রান করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি