পঞ্জাবে বনধের জেরে লক্ষণপুরেও বন্ধ যানবাহন, ব্যাহত রেল চলাচল 
কাঠুয়া, ৩০ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবে কৃষকদের ধর্মঘটের প্রভাব পড়লো জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার লক্ষণপুরেও। সোমবার কৃষকরা অনেক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বনধের কারণে জম্মু ও কাশ্মীরেরও অনেক জায়গায় রেল ও
পঞ্জাবে বনধের জেরে লক্ষণপুরেও বন্ধ যানবাহন, ব্যাহত রেল চলাচল


কাঠুয়া, ৩০ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবে কৃষকদের ধর্মঘটের প্রভাব পড়লো জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার লক্ষণপুরেও। সোমবার কৃষকরা অনেক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বনধের কারণে জম্মু ও কাশ্মীরেরও অনেক জায়গায় রেল ও যান চলাচল ব্যাহত হয়।

জম্মু ও কাশ্মীরে এই বনধের প্রভাব পড়েছে। পঞ্জাবে কৃষকদের ডাকে এদিন বনধ চলে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে রাজ্যের বাইরে যাওয়া গাড়িগুলি রাজ্যের প্রবেশদ্বার লক্ষণপুরে আটকে যায়।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি-সহ একগুচ্ছ দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকে বনধ হয়। বন্দে ভারত এবং শতাব্দী-সহ বহু ট্রেন বাতিল করা হয়, পাশাপাশি বেসরকারি বাস পরিবহনকারীরাও বনধে যোগ দিয়েছে। কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের সমর্থনে বনধের ডাক দেওয়া হয়েছে, যিনি কৃষকদের দাবিগুলি বাস্তবায়নের জন্য এক মাসেরও বেশি সময় ধরে অনশন করছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande