সন্তোষ ট্রফি ফুটবলের ফাইনালের আগে কাপ নিয়ে ফটোসেশন বাংলা ও কেরালার 
তেলেঙ্গানা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ৭৮ সন্তোষ ট্রফি জয়ের দিকেই আপাতত তাকিয়ে রয়েছে গোটা বাংলা তথা আপামর রাজ্যবাসী। সেইসঙ্গে দলের কোচ সঞ্জয় সেন থেকে শুরু করে অধিনায়ক চাকু মান্ডি এবং দলের সমস্ত খেলোয়াড়রা। আগামীকাল বহু প্রতীক্ষিত জাতীয় ফুটবলের ফাই
কাপ নিয়ে ফটোসেশন বাংলা ও কেরালার


তেলেঙ্গানা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ৭৮ সন্তোষ ট্রফি জয়ের দিকেই আপাতত তাকিয়ে রয়েছে গোটা বাংলা তথা আপামর রাজ্যবাসী। সেইসঙ্গে দলের কোচ সঞ্জয় সেন থেকে শুরু করে অধিনায়ক চাকু মান্ডি এবং দলের সমস্ত খেলোয়াড়রা। আগামীকাল বহু প্রতীক্ষিত জাতীয় ফুটবলের ফাইনাল। দু দলের সতীর্থদের মধ্যেই এ নিয়ে টানটান উত্তেজনা। জি এম সি বালাযোগী এ্যথলেটিক স্টেডিয়ামে (গাছিবৌলি) 'তে সোমবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর তরফে তার আগেই কাপ নিয়ে ফটোসেশন এর আয়োজন করা হয়েছে। চির প্রতিদ্বন্দ্বী বাংলা ও কেরালা উভয় দলের কোচ এবং খেলোয়াড়রা এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের আয়োজনে পারস্পরিক মত বিনিময় করা হয়।বাংলার প্রধান কোচ সঞ্জয় সেন ও খেলোয়াড় সুপ্রদীপ হাজরা এবং কেরালা দলের প্রধান কোচ বিবি থমাস মুত্তা ও সঞ্জু জি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মুহূর্তে দুই গ্রুপের সেরা দুই দল এর আগেও পরস্পরের মুখোমুখি হয়েছে। কেরালার কাছে ফাইনাল খেলায় বাংলার পরাজয় এখন অতীত। নতুন উদ্যমে এই খেলায় বাংলা দল খেতাব জিততে মরিয়া। এই মুহূর্তে দলের বর্ষীয়ান কোচ শ্রী সেন, ভোকাল টনিকে দিয়ে চলেছেন। সেইসঙ্গে দলগত কৌশল নিয়ে ও আলোচনার মাধ্যমে জয় এর বার্তা আগেই পৌঁছে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande