দিনমজুরদের প্রাপ্য ছিনিয়ে নিচ্ছেন কেজরিওয়াল, অভিযোগ আর কে সিনহা-র 
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)–র পাপের ফল শুধু কেজরিওয়াল নয়, তাদের সাত প্রজন্ম ভোগ করবে। তিনি যেভাবে দিনমজুরদের ন্যায্য না দিয়ে তাঁর দলের লোকদের বিলি করে দিয়েছেন, সেইসব দিনমজুরদের হাহাকার বৃথা যাবে না। জানিয়েছেন বরিষ্ঠ সাংবা
আর কে সিনহা এবং রাম বাহাদুর রাই


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)–র পাপের ফল শুধু কেজরিওয়াল নয়, তাদের সাত প্রজন্ম ভোগ করবে। তিনি যেভাবে দিনমজুরদের ন্যায্য না দিয়ে তাঁর দলের লোকদের বিলি করে দিয়েছেন, সেইসব দিনমজুরদের হাহাকার বৃথা যাবে না। জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য আর.কে. সিনহা।

নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাবের সভাগৃহে এক সাংবাদিক সম্মেলনে আর.কে. সিনহা বলেন, ভবন নির্মাণে যুক্ত শ্রমিকদের দিনমজুরি কেজরিওয়াল-সরকার এখনও পর্যন্ত ৯০০ কোটি টাকা অযোগ্য সুবিধাভোগীদের বিলি করে দিয়েছে। ২০১৮ সালে পাক্ষিক ম্যাগাজিন যথাবতে এটি প্রকাশ করা হয়েছে। প্রমাণ–সহ তদন্তমূলক প্রতিবেদন করা হয়েছে। এখন এই তহবিলে ৪৫০০ কোটি টাকা আছে, নিজেদের নির্বাচনী সুবিধা লাভের জন্য সেটি থেকে এএপি অর্থ বিতরণ করতে পারেন বলেও অভিযোগ করেন আর.কে. সিনহা। তিনি জানান, এই পরিপ্রেক্ষিতে এই তহবিলের অপব্যবহার বন্ধ করতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর অবিলম্বে অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করা উচিত। পুরো কেলেঙ্কারির সিবিআই তদন্তরও দাবি জানিয়েছেন আর.কে. সিনহা।

আর.কে. সিনহা বলেন, ভবন নির্মাণে নিযুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি এবং তাদের সন্তানদের অধিকার কেড়ে নিয়ে কেজরিওয়াল তার দলের লোকদের মধ্যে যেভাবে বিলি করেছেন, দুর্নীতির এমন উদাহরণ তিনি আগে দেখেননি। ভবন নির্মাণে ব্যয় করা অর্থের উপর এক শতাংশ সেস আরোপ করা হয়েছিল, এইসব শ্রমিকদের পিএফ বা ইএসআই-এর মতো কোনও সুবিধা নেই। বরিষ্ঠ সাংবাদিক রাম বাহাদুর রাই এই কেলেঙ্কারি ফাঁস করা সাংবাদিকদের প্রশংসা করেন। বলেন, এই ঘটনায় ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৪২৪টি ভুয়ো। দিনমজুরদের সঙ্গে কত বড় প্রতারণা করা হয়েছিল তার জন্য এই একটি তথ্যই যথেষ্ট।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande