অগ্রগতির নতুন রশ্মি পৌঁছল সুকমার পুভার্তি গ্রামে, খুশি স্থানীয় বাসিন্দারা
সুকমা, ৩১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলার নকশাল-প্রভাবিত প্রত্যন্ত গ্রাম পুভার্তিতে অবশেষে অগ্রগতির নতুন রশ্মি পৌঁছল, স্বাধীনতার পর এই প্রথমবার গ্রামবাসীরা দূরদর্শনে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দেখতে পাচ্ছেন, সিরিয়াল এবং স্থানীয় চলচ্চিত্রও
অগ্রগতির নতুন রশ্মি পৌঁছল সুকমার পুভার্তি গ্রামে, খুশি স্থানীয় বাসিন্দারা


সুকমা, ৩১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলার নকশাল-প্রভাবিত প্রত্যন্ত গ্রাম পুভার্তিতে অবশেষে অগ্রগতির নতুন রশ্মি পৌঁছল, স্বাধীনতার পর এই প্রথমবার গ্রামবাসীরা দূরদর্শনে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দেখতে পাচ্ছেন, সিরিয়াল এবং স্থানীয় চলচ্চিত্রও দেখছেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমরা খবর এবং সিনেমা দেখতে পারছি। সবকিছুই ভালো। বাচ্চারা খুশি, তারাও টিভি দেখছে। সরকার ভালো কাজ করেছে।

ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, এখন বিদ্যুৎ পৌঁছেছে, টিভি পৌঁছেছে। শিশুরা টিভি দেখছে, রেশনের দোকান রয়েছে, তাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে... তারা (নকশালরা) গ্রামকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, তারা চায় না যে গ্রামে বিদ্যুৎ, জল, রাস্তা, অঙ্গনওয়াড়ি, স্কুল, হাসপাতাল, মোবাইল টাওয়ার থাকুক। এখন উন্নয়নের গঙ্গা পৌঁছে যাবে প্রতিটি গ্রামে।”

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande