কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তরপূর্বের তিন রাজ্য, ক্ষয়ক্ষতি খবর নেই
কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তরপূর্বের তিন রাজ্য, ক্ষয়ক্ষতি খবর নেই
উত্তরপূর্বীয় দুই রাজ্যে তিনবার ভূমিকম্প


গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : ইংরেজি নববর্ষ ২০২৫ সালের দ্বিতীয় দিন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মণিপুর এবং সিকিম। তবে কোনও জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি প্রথম ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। এদিন ভারতীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিট ১৪ সেকেন্ডে ৩.১ প্রাবল্যের ভূমিকম্প মণিপুরের ২৪.৫৩ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের চূড়াচাঁদ জেলার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

এর পর এদিন (বৃহস্পতিবার) বিকালে ৩.৯ মাত্রার ভূমিকম্প পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিকিমে আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তাডং থেকে প্রায় ২৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে আজই সন্ধ্যারাত ৬-টা ৫২ মিনিট ৪৬ সেকেন্ডে ৩.৪ প্রাবল্যের মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুরের ২৪.৯১ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের তামেংলং জেলার ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande