ম্যান ইউনাইটেডের বিপক্ষে টানা ৪ ম্যাচে জয় পেল আর্সেনাল
ম্যানচেস্টার, ৫ ডিসেম্বর(হি.স.) : বুধবার রাতে ম্যান ইউনাইটেডকে ২-০ গোলে হারাল আর্সেনাল। লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা ৪ ম্যাচে জয় পেয়ে রেকর্ড করল মিকেল আর্টেটার শিষ্যরা। আর্সেনালের হয়ে গোল দুটি করে জুরিন টিম্বার ও উইলিয়াম সালিবা। এমিরেটস স্টেডিয়া
ম্যান ইউনাইটেডের বিপক্ষে টানা ৪ ম্যাচে জয় পেল আর্সেনাল


ম্যানচেস্টার, ৫ ডিসেম্বর(হি.স.) : বুধবার রাতে ম্যান ইউনাইটেডকে ২-০ গোলে হারাল আর্সেনাল। লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা ৪ ম্যাচে জয় পেয়ে রেকর্ড করল মিকেল আর্টেটার শিষ্যরা।

আর্সেনালের হয়ে গোল দুটি করে জুরিন টিম্বার ও উইলিয়াম সালিবা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে ডেকলাইন রিসের কর্নার কিকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেড করে গোল করেন টিম্বার।

সালিবার গোলটি হয়েছে ৭৩ মিনিটে। এবারও কর্নার থেকে বল পেয়ে থমাস পার্টে হেড দিলে বল সালিবার কাছে গেলে তিনি ২-০ করেন।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে আর্সেনাল। ম্যানইউ ১৯ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande