গুয়াহাটি, ৫ ডিসেম্বর (হি.স.) : আগামী ৮ ডিসেম্বর গুয়াহাটির বৰ্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সাফাইকৰ্মী বস্তির বাল্মিকী সংগীত বিদ্যালয়ের ১,১০০ এবং স্থানীয় বিভিন্ন এলাকার ১০০ সহ মোট ১,২০০ ছাত্ৰছাত্ৰী পরিবেশন করবে ‘সমতার ছন্দে জীবনের জয়গান’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে তারা বরগীত, দশাবতার নৃত্য এবং ভোরতাল নৃত্য প্ৰদৰ্শন করবে।
আজ গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়েছেন আয়োজক ডা. হেডগেওয়ার স্মারক সমিতির সম্পাদক খগেন শইকিয়া, অনন্যা তালুকদার, শিবা বাসফোর। এ প্রসঙ্গে খগেন শইকিয়া বলেন, গুয়াহাটি মহানগরে অবস্থিত ডা. হেডগেওয়ার স্মারক সমিতি কর্তৃক পরিচালিত বাল্মিকী সংগীত বিদ্যালয় কর্তৃক সাফাই কর্মীদের প্ৰায় ২১টি বস্তিতে গিয়ে সেখানকার ছেলেমেয়েদের সত্ৰীয়া নৃত্য, বরগীত, ভোরতাল নৃত্য, দেশভক্তিমূলক গীত, লোকনৃত্য, অসম সংগীত প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের সংবিধান-প্রণেতা পরমপূজ্য ড. ভীমরাও আম্বেদকরের পুণ্যতিথিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সংবিধানে লিপিবদ্ধ দিশানির্দেশনার পাশাপাশি নাগরিকদের কৰ্তব্যের ব্যাপারে স্মরণ করে দিতে এই বিদালয় গুয়াহাটি মহানগরের বিভিন্ন সাফাইকর্মীদের ছোট-ছোট ছেলেমেয়েদের বিভিন্ন সাংস্কৃতিক কাৰ্যক্ৰমের প্ৰশিক্ষণ দিয়ে তাদের সাংস্কৃতিক বিকাশের এক প্রচেষ্টা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ড. আম্বেদকরের পুণ্যতিথি উপলক্ষ্যে বাল্মিকী সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে ‘সমতার ছন্দে জীবনে জয়গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবার আগামী ৮ ডিসেম্বর বিকাল ৪.০০টায় গুয়াহাটির বৰ্ষাপাড়ায় অসম ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ওইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, নির্দিষ্ট বক্তা হিসেবে থাকবেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের সহ-সরকাৰ্যবাহ ড. কৃষ্ণগোপাল শৰ্মা, সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন পন্থার ধৰ্মগুরু, সত্ৰাধিকার প্ৰভু সহ বিশিষ্ট সাহিত্যক, শিল্পী, শিক্ষাবিদ, গুয়াহাটির সাফাইকর্মীগণ ছাড়াও সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্ৰে কৰ্মরত নাগরিককুল। ‘সমতার ছন্দে জীবনের জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে ছোট-ছোট শিল্পীদের উৎসাহ প্রদান করতে অনুরোধ জানিয়েছেন ডা. হেডগেওয়ার স্মারক সমিতির সম্পাদক খগেন শইকিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস