কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): জেলা সফরে উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। এ কথা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে, প্রশাসনিক জনসভাও রয়েছে আগামী সোমবার, ৩০ ডিসেম্বর তাঁর ওই সফর। প্রায় ২০ হাজার মানুষের কাছে ওইদিন সরকারি কর্মসূচিতে নানা পরিষেবা প্রদান করবেন তিনি। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন তিনি। এরপর তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও যাচ্ছেন তিনি সরকারি কর্মসূচিতে। এক সপ্তাহের ব্যবধানে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা দুই জেলা সফরেই। প্রসঙ্গত গঙ্গাসাগর মেলার আয়োজনও প্রস্তুতি খতিয়ে দেখার জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সশরীরে উপস্থিতিতে সমস্ত কিছুর পর্যালোচনা বৈঠক করবেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত