তিলোত্তমার মৃত্যুর ১১৯ দিন পরেও বিচারহীনতা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা-মা
পানিহাটি, ৫ ডিসেম্বর(হি.স.): ডাক্তারি ছাত্রী তিলোত্তমার মৃত্যুর ঘটনার ১১৯ দিন পরেও বিচার না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন তার বাবা-মা। তাদের অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে-কে পদে পুনর্বহাল করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবা
তিলোত্তমার মৃত্যুর ১১৯ দিন পরেও বিচারহীনতা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা-মা


পানিহাটি, ৫ ডিসেম্বর(হি.স.): ডাক্তারি ছাত্রী তিলোত্তমার মৃত্যুর ঘটনার ১১৯ দিন পরেও বিচার না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন তার বাবা-মা। তাদের অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে-কে পদে পুনর্বহাল করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালে পানিহাটির নাটাকর এলাকার নিজ বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা এই অভিযোগ করেন।

তিনি বলেন, মেয়ের মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত, তাদের ফের পদে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এতে পরিষ্কার বোঝা যায়, আন্দোলন ঝিমিয়ে পড়ায় সরকার তাদের পুরনো স্বভাবে ফিরে আসছে।

তিলোত্তমার বাবা-মা মনে করেন, যদিও এই ঘটনা সুপ্রিম কোর্টের বিচারাধীন, তবু রাজ্য সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তারা আরও বলেন, এক শ্রেণির মানুষের ঔদ্ধত্য বেড়ে গেছে, কারণ তিলোত্তমার মৃত্যুর সঠিক বিচার হয়নি। ফলে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমার বদলে বেড়েছে। শুধু গত কয়েক মাসেই ১৭টি নতুন ঘটনার কথা সামনে এসেছে।

তিলোত্তমার মা স্পষ্ট জানিয়ে দেন, সরকারের প্রতি আস্থা হারালেও এখনই বিচারব্যবস্থার উপর বিশ্বাস হারাচ্ছেন না। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

আগামীকাল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকা প্রতিবাদ মিছিলে তিলোত্তমার বাবা-মা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তাদের মতে, বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র পথ। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানালেও তারা মনে করেন, মানুষের ভোটে জিতে সরকার পরিচালনার দায়িত্ব রাজ্যের শাসকদের ওপর রয়েছে, কিন্তু তা তারা ঠিকভাবে পালন করতে পারছে না।

তিলোত্তমার বাবা-মায়ের এই ক্ষোভ এবং আন্দোলনের ঘোষণা নতুন করে বিষয়টিকে সামনে নিয়ে আসবে বলে মনে করছে রাজ্যের সচেতন মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande