বিজেডি ছেড়ে বিজেপিতে যোগদান কটকের সাংসদ ভর্তৃহরি মাহতাবের
ভুবনেশ্বর, ২৮ মার্চ (হি. স.): লোকসভা ভোটের প্রাক্কালে দলভারী হল বিজেপি-র। বৃহস্পতিবার দিল্লিতে ওড়িশ
mahtab


ভুবনেশ্বর, ২৮ মার্চ (হি. স.): লোকসভা ভোটের প্রাক্কালে দলভারী হল বিজেপি-র। বৃহস্পতিবার দিল্লিতে ওড়িশার দুই বিশিষ্ট নেতা এবং এক সমাজকর্মী বিজেপিতে যোগ দিলেন।

জানা গিয়েছে, কটক লোকসভা কেন্দ্রের বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব, অভিনেতা এবং প্রাক্তন বিজেডি সাংসদ সিদ্ধান্ত মহাপাত্র এবং বারিপদার সমাজকর্মী দময়ন্তী মিশ্র বিজেপিতে যোগ দিয়েছেন।

ভর্তৃহরি মাহতাব বলেন, ‘জীবনের একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। জাতীয়তাবাদ, ঐক্যর সমন্বয় একমাত্র বিজেপির মাধ্যমেই সম্ভব। গত ১০ বছরে আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি মনে করেছি যে এই সিদ্ধান্তটি সঠিক হবে, বিজেপির মাধ্যমে কিছু করতে পারা, এই সময়ে বিজেপির সাথে সংযোগ স্থাপন করা, রাজ্যের অগ্রগতি ও অগ্রগতির জন্য কাজ করা। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশ্বাস এবং নাড্ডাজির অনুপ্রেরণা পেয়ে কৃতজ্ঞ। নতুন দল নিয়ে নতুন করে শুরু করায় আশা করছি আপনাদের পূর্ণ সমর্থন পাবো। ওড়িশায় যে পরিবর্তন হতে চলেছে তা আপনারা নিজে ওড়িশায় এলে দেখতে পাবেন। মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই এই পরিবর্তন হচ্ছে।’

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande