গুয়াহাটি ও নিউ তিনসুকিয়া থেকে সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালীন যাত্রীদের আকস্মিক বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে উত্তরপ
NF Rail_Represantational image


গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালীন যাত্রীদের আকস্মিক বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি ও নিউ তিনসুকিয়া থেকে সাপ্তাহিক স্পেশাল ট্রেন পরিচালন করা হবে। একটি স্পেশাল ট্রেন গুয়াহাটি ও রাজস্থানের শ্রীগঙ্গানগরের মধ্যে এবং অন্যটি তিনসুকিয়া ও এসএমভিটি বাঙ্গালুরুর মধ্যে পরিচালন করা হবে। দুটি ট্রেনই উভয় দিক থেকে নয়টি করে ট্রিপের জন্য চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য উভয় স্পেশাল ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার ও স্লিপার ক্লাস কোচ থাকবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বিস্তারিত তথ্য দিয়ে জানান, ট্রেন নম্বর ০৫৬৩৬ গুয়াহাটি-শ্রীগঙ্গানগর স্পেশাল ১ মে থেকে ২৬জুন পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে ১৮:১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ০৩:৩০ ঘণ্টায় শ্রীগঙ্গানগর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৩৫ শ্রীগঙ্গানগর-গুয়াহাটি স্পেশাল ৫ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার শ্রীগঙ্গানগর থেকে ১৩:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধবার ০০:২৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৯৫২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বাঙ্গালুরু স্পেশাল ২ মে থেকে ২৭ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ তিনসুকিয়া থেকে ১৮:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবিবার ০৯:০০ ঘণ্টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৯৫১ এসএমভিটি বাঙ্গালুরু-নিউ তিনসুকিয়া স্পেশাল ৬ মে থেকে ১ জুলাই পর্যন্ত প্রত্যেক সোমবার এসএমভিটি বাঙ্গালুরু থেকে ০০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধবার ১৩:১৫ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande