ত্রিপুরা : সমবায় ব্যাংকের চাকরির পরীক্ষা বহিঃরাজ্যে, স্পষ্টীকরণ এমডির
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় সমবায় ব্যাংকে চাকরির পরীক্ষার সেন্টার বহিঃরাজ্যে, এ নিয়ে গত কয়
ত্রিপুরা : সমবায় ব্যাংকের চাকরির পরীক্ষা বহিঃরাজ্যে, স্পষ্টীকরণ এমডির


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় সমবায় ব্যাংকে চাকরির পরীক্ষার সেন্টার বহিঃরাজ্যে, এ নিয়ে গত কয়দিন ধরে রাজ্য জুড়ে ব্যাপক গুঞ্জন চলছে। সমালোচনার মুখে পড়তে হয়েছে সমবায় ব্যাংক কতৃপক্ষকে। প্রথমে বিবৃতি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তীতে শনিবার সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি প্রচারের আলোয় নিতে চেষ্টা করেছে সমবায় ব্যাংক তথা ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক।

শনিবার সাংবাদিক সম্মেলনে স্পষ্টীকরণ দিলেন ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজনচন্দ্র রায়। পরীক্ষা কেন্দ্র রাজ্যের বাইরে হওয়ায় সম্প্রতি প্রতিবাদের সরব হয়েছিল যুব কংগ্রেস। কিন্তু ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে আগরতলা শহরে সেন্টার নির্ধারণ করার যথেষ্ট চেষ্টা করেছে।

সে বিষয়ে তিনি জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন শ্রেণির ১৫৬ জন কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। এই পদগুলির জন্য মোট যোগ্য প্রার্থীর সংখ্যা ১৯ হাজার ৬৬৪ জন। অনলাইন পরীক্ষার জন্য প্রথম পছন্দের স্থান আগরতলা নির্ধারিত ছিল। কিন্তু ত্রিপুরায় অনলাইন পরীক্ষার ধারণ ক্ষমতা প্রায় ৫৬০ জন প্রতি শিফটে। ব্যাংক এবং আইবিপিএস আগরতলায় সমস্ত মহিলা এবং দিব্যাঙ্গন ব্যক্তিদের বরাদ্দ করার চেষ্টা করেছে।

ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ এবং অফিসারের জন্য অনলাইন পরীক্ষা যথাক্রমে গত ৩ মে এবং ৪ মে অনুষ্ঠিত করার দিনক্ষণ নির্ধারণ করা হয়। আগরতলায় প্রথম দিনে ৫টি কেন্দ্রে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে ৬টি কেন্দ্রে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু অনলাইন পরীক্ষা কেন্দ্র ও আসন ছিল না। বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য আইবিপিএস আগরতলায় সব আবেদনকারীদের আসন দিতে পারেনি। আইবিপিএস বেশ কিছু প্রার্থীকে প্রতিবেশী রাজ্য অসমের শিলচর, গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড় ও তেজপুর প্রভৃতি স্থানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করেছে।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande