'কুকথা'র জন্য জোড়া শোকজের পরেও নির্বাচন কমিশনকে 'মেসো' বললেন দিলীপ
কলকাতা, ২৮ মার্চ, (হি.স.): বিরোধী তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে বেফাঁস মন্তব্য
‘কুকথা’র জন্য জোড়া শো-কজের পরেও নির্বাচন কমিশনকে ‘মেসো’ বললেন দিলীপ


কলকাতা, ২৮ মার্চ, (হি.স.): বিরোধী তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন দিলীপবাবু। যা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করে তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল।

কমিশন থেকে দু'দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে৷ বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে দিলীপবাবু বলেন, “আমার অবাক লাগল একটা চিঠি দিতে তৃণমূলের দশ জন গিয়েছে! ভাই কী এমন হয়ে গিয়েছে, সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ?”

এখানেই থামেননি মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ। তাঁর সংযোজন, “তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কী না বলেছ! আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না, যে মেসোমশাই, কান মুলে দিন। আজকে রাস্তায় রাজনীতি করতে পারছ না। তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে।”

দিলীপবাবুর কথায়, মাঠে লড়াই না করতে পেরে 'মেসোমশাই' কাছে গিয়ে কানমোলা দেওয়ার কথা বলে। আমাদের দলের নেতাদেরও অনেক কুকথা বলা হয় কিন্তু আমরা তো কথায় কথায় মেসোর কাছে যাই না৷ দিলীপবাবু আরও বলেন, আগে তো ওঁনারা রাজ্যপালের কাছেও যেতেন না৷ এখন তো গিয়ে চা খাচ্ছেন৷ কী এমন হয়ে গিয়েছে যে ১০ জন মিলে যাচ্ছে! আসলে লড়াই করতে পারছেন না৷

প্রসঙ্গত, বুধবার কলকাতায় কমিশনের দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ ঠুকে আসে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে প্রশ্নের জবাবেই কমিশনকে ‘মেসো’ বলে তোপ দাগেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপবাবু।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande