আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে তুষারপাতও
জম্মু, ২৭ এপ্রিল (হি.স.) : শনিবার থেকে আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহ
শনিবার থেকে আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরে আরও বৃষ্টির সম্ভাবনা


জম্মু, ২৭ এপ্রিল (হি.স.) : শনিবার থেকে আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর জম্মু ও কাশ্মীরে শনিবার থেকে আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শ্রীনগরে ৪.৫ মিমি, কাজীগুন্ডে ১০.২ মিমি, পহেলগামে ২০.৮ মিমি, কুপওয়ারায় ১৫.১ মিমি, কোকেরনাগে ৯.৮ মিমি এবং ৮৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এছাড়াও গুলমার্গ, বানিহালে ২.৩ মিমি, বাটোটে ২২.৮ মিমি, কাটরা ৪.৬ মিমি এবং ভাদেরওয়াতে ১৬.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর ২৯ এপ্রিল পর্যন্ত বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, কিছু জায়গায় প্রবল বাতাস এবং হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande