তুচ্ছ বিষয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল; অশান্ত মুর্শিদাবাদের ভরতপুর; ব্যাপক বোমাবাজি
মুর্শিদাবাদ, ২৭ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাব
ব্যাপক বোমাবাজি


মুর্শিদাবাদ, ২৭ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। শনিবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, ক্রমে তা বড় আকার নেয়। শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে অন্তত ১০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজানের অনুগামীদের সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খেয়ে নেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রথমে তর্কাতর্কি শুরু হলেও, ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। আচমকা এলাকায় শুরু হয় বোমাবাজি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande