লোকসভা নির্বাচনে লড়বেন প্রাক্তন আইপিএস অরবিন্দ সেন যাদব
লখনউ, ২৮ মার্চ, (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে এবার লড়ছেন প্রাক্তন আইপিএস অরবিন্দ সেন যাদব। তিনি
লোকসভা নির্বাচনে লড়বেন সিপিআই থেকে প্রাক্তন আইপিএস অরবিন্দ সেন যাদব


লখনউ, ২৮ মার্চ, (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে এবার লড়ছেন প্রাক্তন আইপিএস অরবিন্দ সেন যাদব। তিনি সিপিআই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতীকে অযোধ্যা লোকসভা থেকে নির্বাচনে লড়বেন তিনি। বৃহস্পতিবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি।

প্রথমবারের মতো রাজনীতিতে নামতে চলেছেন প্রাক্তন আইপিএস অরবিন্দ সেন যাদব। তাঁর বাবা প্রয়াত মিত্র সেন যাদব ১৯৮৯ সালে কমিউনিস্ট পার্টির টিকিটে ফৈজাবাদ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর একবার বিএসপি ও একবার এসপি থেকে সাংসদ হন। অরবিন্দ সেন যাদবের ছোট ভাই আনন্দ সেন যাদব ইতিমধ্যেই রাজনীতিতে রয়েছেন। তিনি বিএসপি সরকারের মন্ত্রীও ছিলেন। বর্তমানে তিনি সমাজবাদী পার্টিতে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande