রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন দাখিলের কাজ শুরু, এই পর্বে ভোট ২৬ এপ্রিল
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি হওয়ার সঙ্গে সঙ্গ
এই পর্বে ভোট ২৬ এপ্রিল


কলকাতা, ২৮ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই দফায় পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে আগামী ২৬-শে এপ্রিল। মনোনয়ন পেশের সময়সীমা শেষ হচ্ছে ৪ এপ্রিল। ৫ এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল।

এ রাজ্যের ৩-টি সহ মোট ৮৯-টি আসনে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থী পদ প্রত্যাহার করা যাবে ৩০-শে মার্চ পর্যন্ত। প্রথম দফায় ১৯-শে এপ্রিল ভোট নেওয়া হবে এরাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ দেশের মোট ১০২-টি লোকসভা আসনে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande