জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা আসনে পরাজয়ের পরে বিজেপি আফস্পা ভুলে যাবে : ওমর আবদুল্লাহ
শ্রীনগর, ২৮ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা আসনে পরাজয়ের পরে বিজেপি আফস্পা ভুলে যাবে। জ
ওমর আবদুল্লাহ


শ্রীনগর, ২৮ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা আসনে পরাজয়ের পরে বিজেপি আফস্পা ভুলে যাবে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, নতুন দিল্লি আবারও জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে উপহাস করছে, যেমন তাঁরা লাদাখের লোকজনের রাজত্ব এবং ষষ্ঠ তফসিল নিয়ে প্রতারণা করছে।

ওমর আব্দুল্লাহ বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও আফস্পা ইস্যুতে ঝান্ডা তুলেছেন। লোকসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরের জনগণকে ঠকানোই এই সবের উদ্দেশ্য। আমি নিশ্চিত, একবার বিজেপি জম্মু ও কাশ্মীরের সমস্ত লোকসভা আসনে জনগণের ক্রোধের মুখোমুখি হবে তাঁরা আবার আফস্পা এবং সেনা প্রত্যাহারের বিষয়টি ভুলে যাবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande