গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস, গ্রেফতার ৮
গান্ধীনগর, ২৭ এপ্রিল (হি.স.) : গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস করেছে গুজরাট অ্যান্টি
গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস, গ্রেফতার ৮


গান্ধীনগর, ২৭ এপ্রিল (হি.স.) : গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস করেছে গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। সেইসঙ্গে ৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার এটিএস গুজরাটের গান্ধীনগরের কাছে একটি ড্রাগ কারখানার হদিশ পায়। ওই কারখানা থেকে গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড ২৫ কেজি সিন্থেটিক ড্রাগ ও কাঁচামাল উদ্ধার করেছে। এটিএস সূত্রে জানা গিয়েছে, এই কারখানায় প্রস্তুত ড্রাগ গুজরাট থেকে রাজস্থানে সরবরাহ করা হতো। রাজস্থানেও এইরকম দুটি কারখানার খোঁজ পায় পুলিশ। দুটি স্থান মিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গুজরাট এটিএস খবর পেয়েছিল যে এই রাজ্যে মাদক প্রক্রিয়াকরণ করা হচ্ছে। কোথায় হচ্ছে সেসম্পর্কে কোনও তথ্য এটিএসের কাছে ছিল না। দীর্ঘদিন ধরে তদন্তের পর এদিন এটিএস গুজরাট ও রাজস্থান মিলিয়ে মোট তিনটি ড্রাগ কারখানার খোঁজ পায়।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande