২৩৮ বার পরাজিত; আশা ছাড়েননি, আবারও ভোটে দাঁড়াচ্ছেন কে পদ্মরাজন
ধর্মপুরী, ২৮ মার্চ (হি. স.): যুদ্ধে নামার অর্থ যে সবসময় জয় হাসিল করা নয়, যুদ্ধক্ষেত্রে নিজের উপস্থিত
vote


ধর্মপুরী, ২৮ মার্চ (হি. স.): যুদ্ধে নামার অর্থ যে সবসময় জয় হাসিল করা নয়, যুদ্ধক্ষেত্রে নিজের উপস্থিতির জানান দেওয়াও, মনেপ্রাণে এ কথা বিশ্বাস করেন কে পদ্মরাজন। ২৩৮ বার ভোটে লড়েছেন। প্রত্যেকবারই হেরেছেন। তবুও আশা ছাড়েননি। তাই ফের ভোটের ময়দানে নেমে পড়েছেন তামিলনাড়ুর মেত্তুরের বাসিন্দা কে পদ্মরাজন। ১৯৮৮ সালে নিজের জন্মশহর থেকেই ভোটে লড়া শুরু করেছিলেন। তারপর থেকে লড়েই চলেছেন। এবারের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন নির্দল প্রার্থী হয়ে তামিলনাড়ুর ধর্মপুরী জেলায়।

এখনও পর্যন্ত ভোটবাক্স যদিও সহায় হয়নি, কিন্তু পিছু হটতে নারাজ পদ্মরাজন। তাঁর কথায়, নির্বাচনে নাম লেখানোর পর প্রত্য়েক প্রার্থীই জয়ী হতে চান। কিন্তু আমার লক্ষ্য তা নয়। পদ্মরাজন জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে পারাই তাঁর জন্য জয়। হার-জিত অনিবার্য। তবে ২৩৮ বার পরাজিত হওয়ার পরও খেদ নেই তাঁর মনে। হেরেও তিনি খুশি বলে জানিয়েছেন।

জানা গেছে, পুরনো টায়ার সারাইয়ের দোকান রয়েছে ৬৫ বছরের পদ্মরাজনের। দোকানের পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধের কারবার এবং স্থানীয় একটি পত্রিকাও চালান। তিনি বলেন, ‘‌সাধারণ একজন মানুষও ভোটে লড়ার অধিকার রাখে, সেটাই প্রমাণ করতে চাই। প্রত্যেক প্রার্থীই চায় জিততে। কিন্তু আমি হেরেও খুশি।’‌ স্থানীয় থেকে বিধানসভা, লোকসভা সব ভোটেই লড়া হয়ে গেছে তাঁর। এর আগে তিনি লড়েছিলেন নরেন্দ্র মোদী, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং, রাহুল গান্ধীদের বিরুদ্ধে। বলাবাহুল্য, কোনওবারেই তিনি জিততে পারেননি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande