২৬ এপ্রিল দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন, মনোনয়ন পেশ মহেশ ও রবিন্দরের
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): আগামী ২৬ এপ্রিল দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। তার আগে বৃহস্পতিব
মনোনয়ন পেশ মহেশ ও রবিন্দরের


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): আগামী ২৬ এপ্রিল দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। তার আগে বৃহস্পতিবার দিল্লির মেয়র পদের জন্য মনোনয়নপত্র পেশ করলেন আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী মহেশ খিচি। এদিন দুপুরেই ডেপুটি মেয়র পদের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন এএপি-র ডেপুটি মেয়র পদপ্রার্থী রবিন্দর ভরদ্বাজ। দিল্লির মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজ-সহ অনেকের উপস্থিতিতে মনোনয়নপত্র পেশ করেছেন মহেশ ও রবিন্দর।

উল্লেখ্য, দিল্লির মেয়র এবং ডেপুটি মেয়রের নির্বাচন আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে এদিন সকালে এক সাংবাদিক সম্মেলন করে দিল্লির মন্ত্রী তথা এএপি নেতা গোপাল রাই বলেছেন, এবার সংরক্ষিত শ্রেণী থেকে মেয়র নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এবার এএপি থেকে মেয়র প্রার্থী হলেন মহেশ খিচি। তিনি কারোলবাগের দেব নগর ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গোপাল রাই আরও বলেছেন, ডেপুটি মেয়র পদে এএপি-র প্রার্থী হচ্ছেন রবিন্দর ভরদ্বাজ। তিনি অমন বিহার-৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande